প্রকাশিত হল “জিবি শুভসংঘ ট্যালেন্ট হান্ট-২০২০” এর ফলাফল

Shayed Shayed

Afride

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

করোনাকালীন এই সময় গৃহবন্দী মানুষের মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে কালের কন্ঠ,শুভসংঘ-গণ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছিল অনলাইন প্রতিযোগিতা – “ঘরে বসে ছড়িয়ে দিন আপন প্রতিভা ২০২০”। গত ১৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত আয়োজিত এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন বয়স ও পেশার প্রায় ৪ শতাধিক প্রতিযোগী, যাদের বিষয় গুলো প্রকাশ করা হয়েছে কালের কন্ঠ শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার ফেইসবুক পেইজে।

চিত্রাঙ্কন, গান, স্বরচিত কবিতা, কবিতা আবৃত্তি, ছোট গল্প লেখা এবং নৃত্য পরিবেশন, এই ৬ টি ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪ শতাধিক প্রতিযোগির মধ্য থেকে বিচারকদের মতামত এবং ফেইসবুক পেইজে প্রতিযোগির পাঠানো বিষয়ের লাইক, কমেন্ট, শেয়ারের ভিত্তিতে সেরা ১৫ জন বিজয়ী হয়েছেন। ১৭ আগস্ট ফেইসবুক লাইভের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন কালের কন্ঠ শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব ইসলাম শুভ। বিজয়ীরা হলেন শাহানা আনাম, তাহসিন আরা ঐশি, স্নিগ্ধা মাহবুবা ( কবিতা আবৃত্তি), আফিয়া তাসনিম, রানিয়া ইসলাম, নাহিন ইসলাম লাম্মী (গান), মাহফুজা তাহসিন তমালিকা, আরোরা তাহসিন তন্দ্রা (নৃত্য), জাহিদ হাসান, নাদিরা পলি, রোজিনা আক্তার (চিত্রাঙ্কন), রোবেল পারভেজ, মোহাম্মদ রাফাত হোসেন ( ছোট গল্প), ফাতেমা তুজ জোহরা, আল শাহরিয়ার ওসমান ( স্বরচিত কবিতা )। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মীর মর্তূজা আলী ( লেখক এবং পরীক্ষা নিয়ন্ত্রক, গণ বিশ্ববিদ্যালয়), এনায়েত এ মওলা (সঙ্গীত শিক্ষক, গণ বিশ্ববিদ্যালয়), পরাগ আহমেদ ( চিত্রশিল্পী এবং চলচিত্র নির্মাতা)।

আয়োজনের উপদেষ্টা হিসেবে দিক নির্দেশনায় ছিলেন শুভসংঘ কেন্দ্রীয় শাখার প্রচার সম্পাদক রানা মিত্র এবং শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিবুল ইসলাম শুভ  । সম্পূর্ণ আয়োজন পরিচালনা করতে সাহায্য করছে শুভসংঘের সদস্য সাইয়েদ আফ্রিদী, অনিকা তাবাসসুম অন্তরা, ফাইয়া আফরিন নূপুর, মনিরুজ্জামান শুভ, সানজিদা আফরিন। সার্বিক সহযোগিতা ছিলেন মিম, বৃষ্টি, জয় দেব নাথ, অরিয়ান, মাহবুবা, তারিন, রোকাইয়া সুলতানা।

আপনার মতামত দিন :