ফ্রন্টলাইন ফিজিওথেরাপিষ্টদের জন্য ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা

Shayed Shayed

Afride

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস।আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক । তারপরে আমি একজন প্রভাষক,ফিজিওথেরাপি বিভাগে।আমার ছাত্র-ছাত্রীর সংখ্যাও নেহাত কম নয়।

কোভিড-১৯ এ আমার অনেক ছাত্র-ছাত্রী ফ্রন্টলাইনার ফিজিওথেরাপিষ্ট হিসেবে কাজ করেছে।কোভিডে ব্রেদিং এক্সারসাইজ কি পরিমান কার্যকরী সেটা কোভিড রোগীর চিকিৎসায় যারা নিয়োজিত তারা সকলেই জানেন।উন্নত চিকিৎসা ব্যবস্থা হল একটা শক্ত-পোক্ত টিম ওয়ার্কের কাজ।সেই টিম ওয়ার্কটা শক্ত করতে গেলে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের উপস্থিতি সেই টিমে থাকতেই হবে।ফিজিওথেরাপি চিকিৎসকদের গবেষণার ব্যাপারে আরো এগিয়ে আসতে হবে।আমি আমার ছাত্র-ছাত্রীদের সব সময় বলি,একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট চিকিৎসক এর পাশাপাশি তোমরা উত্তম গবেষক হও।গবেষনা তোমাদের পেশাকে আরো সমৃদ্ধ করবে।যখন একজন ষ্ট্রোকের পেশেন্ট আমাদের কাছে আসে হুইলচেয়ারে করে আর ফিজিওথেরাপি চিকিৎসা শেষ হলে সে ঘরে ফেরে পায়ে হেঁটে,সেই মুহূর্তটা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের জন্য কত আনন্দের সেটা আমরাই জানি।জয়েন্ট পেইনের জন্য গাদাখানেক ব্যথানাশক ওষুধ খেয়ে স্থায়ী কোন সমাধান তো হয় ই না, বরঞ্চ কিডনী, লিভারের জন্য ক্ষতি ডেকে নিয়ে আসে।এই জয়েন্ট পেইনের জন্য সবচে নিরাপদ এবং নির্ভরযোগ্য চিকিৎসা ফিজিওথেরাপী।

ওজন কমাতে চাচ্ছেন, পারছেন না?

মা-বোনদের মাসিকের সময়ের ব্যাথার সমাধান খুঁজছেন?

ব্যাক পেইন সোজা বাংলায় মাজা ব্যাথা কিছুতেই কমছেনা?

বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়ার চিকিৎসা?

এই সবগুলোর উত্তর হলো ফিজিও থেরাপী।যে সব বাচ্চারা সেরিব্রাল পালসি নিয়ে জন্মায় তাদের ক্ষেত্রে চিকিৎসার প্রথম এবং শেষ অপশন ফিজিওথেরাপি। এবং আমি গর্বিত আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক। আমি বিশ্বাস করি ফিজিওথেরাপি চিকিৎসকদের তাদের প্রাপ্য সম্মান এবং পদ দিতে বাংলাদেশ কোনদিন কার্পন্য করবে না।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের দেয়া উৎসাহ বাংলাদেশের সকল ফিজিওথেরাপি চিকিৎসকের অন্তরে শক্তি যোগায়।
জয়তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
২৪ তম বিশ্ব ফিজিওথেরাপী দিবস সফল হোক।

ডাঃরূপক চন্দ্র রায়(পিটি)
প্রভাষক,গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
গণবিশ্ববিদ্যালয় ,সাভার,ঢাকা
Email:[email protected]

আপনার মতামত দিন :