টেন ডিজিট বই মেলায় আলোচিত বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপন্যাস ডাঃ আনিস আহমেদ Moshiur Moshiur Rahman Noyon প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ মশিউর রহমানঃ চেকের দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকলাে সাইকা । এমন বিশাল অঙ্কের চেক সে কোনােদিন দেখেনি । এই প্রথমবারের জন্য ওর মনে হলাে প্রকৃত ভালােবাসার কাছে ডলার , টাকা , হীরা , জহরত কোনাে মূল্য রাখে না । ১৪ দিনে ফাসির আসামীকে নির্দোষ প্রমাণ করা কঠিন জেনেও কেসটা নিলাে সাইকা। এভাবেই টেন ডিজিট বইয়ের মোড়কে গল্পের সারাংশ তুলে ধরেছেন ডাঃ আনিস আহমেদ । বই মেলাই স্টোল ঘুরে সেই বই কিনে খুশি বই পোকা শুভাকাঙ্ক্ষীর। মুক্ত চিন্তা প্রকাশনার স্টোল ঘুরে দেখায় যায় পছন্দের লেখকের বই টি কিনতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শত ব্যাস্থতার পর যখন লেখককে স্টোলে পেয়েছেন তখন এই ফটোগ্রাফের যুগেই অটোগ্রাফ নিতে ভূল করেনি শিক্ষার্থী। ৯৫ পৃষ্ঠার এ বইটির দাম ২০০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলার মুক্তচিন্তা স্টলে (স্টল নং ২১৮,২১৯,২২০)। আপনার মতামত দিন : SHARES ফিচার বিষয়: