করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ, সুস্থ এক কোটি ৯৮ লাখ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। মৃতদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের নাগরিক। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৬২ জন সুস্থ হয়ে উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৪৭ হাজার ৮৩৬ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৭ হাজার ৬৮৫ জন। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭০ জন। এর আগের দিন মারা যান ৩ হাজার ৮৪৬ জন। এ নিয়ে প্রাণহানি ৯ লাখ ১ হাজার ৬২৯ জনে ঠেকেছে। আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৬২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৫ লাখ ১৪ হাজার ২১৩ জন মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৩২ জন। সংক্রমণে ২ তে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জন। প্রাণহানি বেড়ে ৭৩ হাজার ৯২৩ জনে ঠেকেছে। ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন। প্রাণহানি বেড়ে ১ লাখ ২৭ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৭ লাখ ৯৬ হাজার ৭৬০ জন, ব্রাজিলে ৩৩ লাখ ৯৭ হাজার ২৩৪, ভারতে ৩৩ লাখ ৯৬ হাজার ২৭, রাশিয়ায় আট লাখ ৫০ হাজার ৪৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৬৭ হাজার ৭২৯, পেরুতে পাঁচ লাখ ২২ হাজার ২৫১, কলোম্বিয়ায় পাঁচ লাখ ৪১ হাজার ৪৬২, মেক্সিকোতে চার লাখ ৫১ হাজার ১৫৯, চিলিতে তিন লাখ ৯৭ হাজার ৭৩০, ইরানে তিন লাখ ৩৭ হাজার ৪১৪, সৌদি আরবে দুই লাখ ৯৮ হাজার ২৪৬, পাকিস্তানে দুই লাখ ৮৬ হাজার ১৫৭, তুরস্কে দুই লাখ ৫৩ হাজার ২৪৫, জার্মানিতে দুই লাখ ৩০ হাজার ৬০০, বাংলাদেশে দুই লাখ ২৭ হাজার ৮০৯, ইতালিতে দুই লাখ ১০ হাজার ৮০১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৭ হাজার ৪৯৭, কানাডায় এক লাখ ১৭ হাজার ৫৬৫, ফ্রান্সে ৮৮ হাজার ২২৬ জন, ওমানে ৮২ হাজার ৯৭৩ এবং  চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮১ হাজার ৬৫৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৬ হাজার ৯৪৩, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৪৬১, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৭ হাজার ২৩, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৭২৪ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ এক হাজার ৬২৯ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনার মতামত দিন :