করোনায় চিরবিদায় আরও ২৩ জন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৩ জনে। এ সময় আরও এক হাজার ৩০৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি করোনা পরীক্ষাগারে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি। পরীক্ষায় আরও এক হাজার ৩০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৯ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী চার জন। তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪৭১ জন (৭৭ দশমিক শূন্য ৫ ভাগ) ও নারী এক হাজার ৩৩২ জন (২২ দশমিক শূন্য ৯৫ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৫ হাজার ১০৭ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৭৮ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ ভাগ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক শূন্য ১ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ।

বিজ্ঞপ্তিতে মৃতুদের বয়স ভিত্তিক তথ্য তুলে ধরে বলা হয়, বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৬ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১১ লাখ ৫০ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৮৮ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মতামত দিন :