উৎসর্গের আয়োজনে চাঁদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

আশরাফুল ইসলাম আকাশ :

আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উৎসর্গ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মতলব উত্তর উপজেলাধীন ফরাজিকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে “ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদানে সচেতনতা কর্মসূচী” অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা ৩ জন ডিপ্লোমা ডাক্তার নিয়ে এ ক্যাম্প শুরু করেন। এতে গ্রামের ২ শতাধিক মানুষকে তারা ব্লাড পেশার মাপা, জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ঔষধ দেন।

সংগঠনের জেলা সমন্বয়ক মোঃ সাইদুর রহমান জানান, করোনাকালীন সময়ে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। তাছাড়া এসব দরিদ্র মানুষদের প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখানোর সামর্থও নেই। তিনি আরও বলেন, আমাদের এই মেডিকেল সেবার মাধ্যমে এসব মানুষরা উপকৃত হয়েছে এবং তারা স্বাস্থ্য সচেতন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সাইমুল শুভ জানান, মতলব উত্তরে আমরা প্রায়ই দেখেছি কোন মূমুর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন হলে সেখানে ডোনার পাওয়া কষ্টকর হয়ে যায়। কারণ এ অঞ্চলের অনেক মানুষ তাদের নিজেদের রক্তের গ্রুপ জানে না। তিনি আরো বলেন, আমাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর মাধ্যমে এ উপজেলার মানুষ রক্তদানে আরো বেশি উৎসাহিত হবে বলে আমরা আশা করি।

এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবকরা করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানা ও করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করেন। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপ-দপ্তর সম্পাদক মোঃ মহসিন হোসেন, সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান, সোহাগ হোসেন, রাকিব হোসেন, সিবলু রহমান, লিমন হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন :