বিএসএমএমইউর দুই কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বিভিন্ন বিভাগ বা ইউনিটে ২০২১ সেশনে ছয় মাস এবং এক বছর মেয়াদী অনারারী প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

শনিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিভিন্ন বিভাগ বা ইউনিট এর জানুয়ারি হতে জুন ২০২১ সেশনে ছয় মাস মেয়াদী এবং অবস্ এন্ড গাইনী বিভাগে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ সেশনে এক বছর মেয়াদী অনারারী প্রশিক্ষণার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনকারীদের যোগ্যতার বিষয়ে বলা হয়,  এমবিবিএস ও বিডিএস পাস (ইন্টানি সম্পন্ন) প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ দুই জনকে মনোনীত করা হবে। তবে এফসিপিএস, এমডি, এমএস,এআরসিএস বা সমমানের ডিগ্রীর প্রথম পর্ব উত্তীর্ণদেরকে মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বায়োকেমিষ্ট্রি বিভাগে অনারারী প্রশিক্ষণের জন্য বায়োকেমিষ্ট্রি বিষয়ে বিএসসি বা এমএসসি (৪ বছর মেয়াদী অনার্স) কোর্স সম্পন্ন প্রাথীরাও আবেদন করতে পারবেন।

যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) অফিস থেকে নগদ ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ একই স্থানে জমা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে মূল সনদপত্র উত্তোলনের সময় প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।

১২ ডিসেম্বর থেকে ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু হয়ে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এরপর ২৩ ও ২৪ ডিসেম্বর যাচাই বাছাই শেষে আগামী ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন :