নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন Shahadat Shahadat Hossain প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ মোঃ শাহাদাত হোসেনঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসক দের পেশাগত বিভিন্ন সংকটে ভূমিকা পালন করছে সংগঠন টি। সংগঠনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় নোয়াখালী তে ও আয়োজন করা হয়েছে বিভিন্ন কার্যক্রমের। রাত ১২ঃ০১ মিনিটে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ও জেলা স্বাচিপের সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিএমএ সভাপতি ডাঃ এম এ নোমান, বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুছ ছালাম,ম্যাটসের অধ্যক্ষ ডাঃ বিধান সেনগুপ্ত, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নুরুল আমিন,সংগঠনের সহ-সভাপতি ডাঃ নূর মোহাম্মদ সহ আরো অনেকেই। পরে বক্তারা বিগত দিনে নোয়াখালী জেলা স্বাচিপের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: