করোনা প্রতিরোধ সরঞ্জাম নিয়ে অসহায়দের পাশে অপু বিশ্বাস

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

করোনা আতঙ্কে কাঁপছে সারা দুনিয়া। লকডাউন হয়েছে অনেক দেশ ও ব্যস্ত শহর। স্থবির হয়ে গেছে বাংলাদেশও। বন্ধ হয়েছে সরকারি-বেসরকারি অফিস। রাস্তাঘাটে নেই মানুষজন।

এমনি অবস্থায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন খেটে খাওয়া দিন মজুররা। সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা তাদের দায়িত্ব নিচ্ছন যার যার জায়গা থেকে। এগিয়ে এসেছেন অনেক তারকাও।

এবার সে তালিকায় নাম লেখালেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।

আজ শুক্রবার (২৭ মার্চ) তিনি নিজ হাতে একশ জন কর্মজীবী অসহায় মানুষের মধ্যে খাবার ও মাস্ক, গ্লাভস বিতরণ করেছেন।

নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ খবর নিজেই জানান অপু। লাইভে তিনি জানান, বসুন্ধরা আবাসিক এলাকার মেইন গেটে তিনি অসহায় মানুষদের মধ্যে এই সহায়তা দান করেন।

অপু জাগো নিউজে বলেন, ‘নিজের তাগিদেই রাস্তায় নেমে এসেছি। আমরা যারা সবদিক থেকে সেফ আছি তাদের এটা দায়িত্ব অসহায়দের পাশে দাঁড়ানো। আমি চেষ্টা করবো এই সহায়তা নিয়মিত রাখতে। সেই সঙ্গে যাদের সামর্থ্য আছে সবাই যেন এভাবে এগিয়ে আসেন, অনুরোধ করছি।

এই শহের এমন অনেক লোক আছে যারা একশ জন করে অসহায় মানুষের দায়িত্ব নিলে কেউ না খেয়ে থাকবে না, ঝুঁকিতে থাকবে না। করোনার প্রভাবে মন্দ দিনগুলোতে সবাইকে সচেতন থাকতে হবে।’

আপনার মতামত দিন :