তাশরীফ খান – লাখো তরুণের ভালবাসার নাম !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

তাশরীফ খান – একটি তরুণ সম্ভাবনার গল্প ।

সহজ কথা এবং সহজ সুরে কোটি মানুষের মন জয় করা এক তরুনের গল্প বলছি৷ মাত্র ৩ বছরেই ১৩০ টির বেশি স্টেজ শো তে পারফর্ম করা তাশরীফের গান অনলাইন জগতে শোনা হয়েছে ২০ কোটি বারেরও বেশি । গানের পাশাপাশি কখনো প্রতিভাবান শিশুশিল্পী দের তুলে ধরেন কখনো বা বৃদ্ধাশ্রমে গিয়ে হাসি আড্ডায় মাতিয়ে রাখেন প্রবীণ মা-বাবাদের। তাশরীফ একাধারে একজন গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী যার গাওয়া ব্যাচেলার,ময়না রে, এই যে মিস,হোমিওপ্যাথির ডোজ সহ আরও বেশ কিছু গান আমাদের দুই বাংলায় পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

২০১৭ সালের শুরু থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং ইউটিউবে “কুঁড়েঘর ব্যান্ড” নামটি তরুন দের মুখে মুখে,যার প্রতিষ্ঠাতা এবং কণ্ঠশিল্পী এই তাশরীফ খান ৷

তাশরীফের বাল্যকাল কাটে তার জন্মস্থান নেত্রকোনায়। ছোটবেলা থেকে ক্রিকেটার হবার স্বপ্নে বিভোর তাশরীফের মাথায় গীটার শেখার ভূত চাপে ২০১৫ সালের দিকে । বড় ভাইয়ের একটি পুরনো গীটার মেরামত করে তা শেখা শুরু করেন এবং সেখান থেকেই তাঁর গানের জগতের যাত্রা শুরু হয় । ২০১৬ এর শেষ দিকে নিজের ইউটিউব চ্যানেল “Kureghor” এ গান প্রকাশ শুরু করেন তাশরীফ যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখেরও বেশি। পৃথিবীর প্রায় ১৫০টি দেশ থেকে নেটিজেনরা তাশরীফ এর গান শুনে থাকেন৷

বর্তমানে এই মহামারীতে তাশরীফ এবং তার ব্যান্ড কুঁড়েঘর এর সদস্যরা যে যার বাসায় থেকেই চেষ্টা করে যাচ্ছেন নতুন গান তৈরী করার, যা হয়ত একে একে প্রকাশ পাবে তার ইউটিউব চ্যানেল “Kureghor” এবং ফেইসবুক পেইজ Tasrif khan থেকে। আশা করা যায় খুব দ্রুত তাশরীফ এবং তার ব্যান্ড কুঁড়েঘর আবারও স্টেজে ফিরবেন এবং নতুন উদ্যমে মাতিয়ে তুলবেন লাখো শ্রোতার প্রান ।

আপনার মতামত দিন :