বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে বিভিন্ন ডিসিপ্লিনে এমফিল, এমএড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ভর্তি ও পরীক্ষা বিষয়ক কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহানা আক্তার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে exam.bsmmu.edu.bd প্রকাশিত হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে এম.ফিল, এম.মেড ও ডিপ্লোমা কোর্সের এবং বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএসএমইউ ক্যাম্পাসে এম.ফিল পিএসএম ও এমপিএইচ প্রোগ্রামের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি বিএসএমএমইউ অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে বিভিন্ন ডিসিপ্লিনে এমফিল, এমএড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, চলতি বছরের ১ জুলাই থেকে এসব কোর্সের ক্লাস শুরু হবে।

আপনার মতামত দিন :