সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের ফলাফলে ১ম স্থানে ‘রাকিবুল ইসলাম’। কৃতকার্য-১২। Mhd Nurnobi Mhd Nurnobi Tanmoy প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ মোহাঃতন্ময়,সিআরপি ক্যাম্পাস(সাভার) প্রতিনিধি। মহামারী করোনা প্রাদুর্ভাবে ফলাফল কিছুটা বিলম্ব হলেও, সোমবার দুপুরে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম বর্ষ পরীক্ষার ফলাফল কাউন্সিলের ওয়েবসাইটে-www.bnmc.gob.bd প্রকাশ করেন। উক্ত ওয়েরসাইট সূএে জানা যায়, পরীক্ষায় অংশ নেয় ৯,৪০৩ জন, আর কৃতকার্য হয় ২,৯২৫জন শিক্ষার্থী। যেখানে পাশের হার ৩১.১০% ধরা হয়ছে। উক্ত পরীক্ষায় সাভারের সিআরপি নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে ৪৯ জন অংশ নিয়ে ১২ জন কৃতকার্য হয়ছে। যাদের মাঝে ১ম স্থান অধিকার করেছেন ‘রাকিবুল ইসলাম’। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২য় স্থান- রিনি (৩.৬৪),৩য় স্থান- মরিয়াম আক্তার(৩.৫৭) ৪র্থ স্থান- রেডওয়ান(৩.৫৪), ৫ম স্থানে- সুমা,ঝর্না,মালিহা(৩.৫০), ৬ষ্ঠ স্থান-সারমিন(৩.৪৬), ৭ম স্থান- জাকিয়া (৩.৩৯) ৮ম স্থান-শ্রাবনী(৩.২৯), ৯ম স্থান- নুসরাত জাহান(৩.২৬), ১০ম স্থান- ফারজানা(৩.২১)। পাশকৃত সকল শিক্ষার্থীদের স্বাগতম জানিয়েছেন কলেজের অধক্ষ্য রুনু চৌধুরি। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: