ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি,১ম বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

নয়ন হালদারঃস্টাফ রিপোর্টার

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশ

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ২০৩ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী , বিজয়নগর ,তারিখঃ ২২জুন ২০২০ খ্রিঃ ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ ম বর্ষ পরীক্ষা ডিসেম্বর -২০১৯ খ্রিঃ( ২২.১২.১৯-২৬.০১.২০২০ ) অনুষ্ঠিত হয় ।

করােনা ভাইরাসের ( কোভিড -১৯ ) প্রাদুর্ভাবের কারণে কিছুটা বিলম্বে প্রস্তুতকৃত ফলাফল কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির ১৮-০৬-২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভায় অনুমােদন পূর্বক কাউন্সিলের নিজস্ব সফটওয়্যার থেকে ওয়েবসাইট www.bnmc.gov.bd প্রকাশ করা হলো । বিস্তারিত ফলাফল দাপ্তরিক কার্য শেষে ইস্যুকৃত নম্বরপত্র ( মার্কসীট ) এ পাওয়া যাবে । উক্ত পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ের ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন ইনস্টিটিউশনের মাধ্যমে কাউন্সিলে ১২-০৭-২০২০ তারিখের মধ্যে ই – মেইলে প্রেরণ করতে হবে । আবেদন অবশ্যই ইনস্টিটিউশনের ফরওয়ার্ডিং লেটার , ছক / টেবিলের মাধ্যমে পরীক্ষার্থীর নাম রােল , শিক্ষার্থী আইডি ও পুনঃনিরীক্ষার বিষয় , ফি বাবদ পেমেন্ট স্লিপ ( বিষয় প্রতি ৬৫০ / – ) , অনলাইন ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করে [email protected] প্রেরণ দিতে হবে ।

 

 

 

 

করােনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে সাপ্লিমেন্টারি ( সম্পূরক ) পরীক্ষার বিষয়টি পরবর্তীতে কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে । ফলাফলের সারসংক্ষেপ সুরাইয়া বেগম ) রেজিস্ট্রার ও সদস্য সচিব বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুলিপি সদয় অবগতি ও কার্যাথেঃ প্রেসিডেন্ট , বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং সচিব , স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ , স্বাপকম ।  , ভাইস – প্রেসিডেন্ট , বিএনএমসি এবং অতিরিক্ত সচিব , স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ , স্বাপকম ।  অতিরিক্ত সচিব ( নার্সিং ও মিডওয়াইফারি ) , স্বাস্থ্য সেবা বিভাগ , স্বাপকম । , মহাপরিচালক , নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর / স্বাস্থ্য অধিদপ্তর / স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর / পরিবার পরিকল্পনা অধিদপ্তর । মন্ত্রী মহােদয়ের একান্ত সচিব , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ( মাননীয় মন্ত্রী মহােদয়ের সদয় অবগতির জন্য ) চেয়ারম্যান , পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি , বিএনএমসি এবং পরিচালক ( চিকিৎসা শিক্ষা ) , স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর , ঢাকা . সদস্য ( সকল ) , পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি , বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং  কেন্দ্র প্রধান কেন্দ্র সচিব ( সকল ) / অধ্যক্ষ / ইনচার্জ ( সকল ) , সংশ্লিষ্ট নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান হিসাব রক্ষণ কর্মকর্তা / সহকারী প্রােগ্রামার , বিএনএমসি ( বিজ্ঞপ্তিটি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশসহ ) ।

আপনার মতামত দিন :