দায়িত্ব পালনকালে আহত এসিল্যান্ডকে হেলিকপ্টারে করে সিএমএইচে প্রেরণ Emon Emon Chowdhury প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান চলাকালীন বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) প্রেরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সিএমএইচে আনা হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার যশোরের ঝিকরগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপজেলা সহকারী কমিশনার বা এসিল্যান্ড (ভূমি) ডা. কাজী নাজিব হাসানের নেতৃত্বে অভিযান চলছিল। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের হাড় ও ক্ল্যাভিকল ভেঙে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে যশোরের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ প্রসঙ্গে ঝিকরগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে ঢাকায় সিএমএইচে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা হবে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: