মৃত্যুর খবর পরিকল্পিত গুজব: ডা. আইভি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজের মারা যাওয়ার খবরকে মহল বিশেষের পরিকল্পিত গুজব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

নারায়ণগঞ্জ সিটি মেয়র জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং বাড়িতেই আছেন।

এ ধরণের সংবাদে বিব্রত এবং মর্মাহত সেলিনা হায়াৎ আইভী বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এ ধরণের গুজব ছড়াচ্ছে। নারায়নগঞ্জসহ দেশবাসীকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি।

এর আগে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিকেলে হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ফেসবুক ওয়ালে বিভিন্ন পোস্টে দেখা যায়, ‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।’

একই দিন দুপুরে করোনা পরিস্থিতি সামাল দিতে নারায়ণগঞ্জ সিটি এলাকা লকডাউন অথবা কারফিউ জারি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৮৮ জনের দেহে মরণব্যাধী এ ভাইরাস শনাক্ত হয়েছে এবং ৯ জন মারা গেছে। যাদের কয়েকজন নারায়ণগঞ্জ সিটি এলাকার বাসিন্দা।

আপনার মতামত দিন :