নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি সাবেক শিক্ষামন্ত্রীর দেহে করোনা উপসর্গ দেখা দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি নমুনা পরীক্ষা করান। এতে তাঁর দেহে করোনা শনাক্ত হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। সাবেক শিক্ষামন্ত্রী দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আপনার মতামত দিন : SHARES রাজনীতি বিষয়: