করোনায় মৃত ব্যক্তির দাফনের কাজে ছাত্রলীগের এস.এম. জাকির Emon Emon Chowdhury প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০ এফ.টি. উজ্জ্বল আহমেদ ৷ মৌলভীবাজার জেলা প্রতিনিধি : করোনাভাইরাসে কোনো লোক মারা গেলে কেউ কাছে আসতে চায় না ভয়ে । কারণ আক্রান্ত হয়ে যাবেন বলে । তবে যে বা যারা যান বেশির ভাগ মানুষ মানবিক দিক বিবেচনার করে এগ্রিয়ে আসেন। আর তাই এবার করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন কাজে এগ্রিয়ে আসলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। এসএম জাকির হোসেন মঙ্গলবার দিবাগত রাতে তার ফেসবুকে আইডিতে লিখেন- মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আছি মানুষের পাশে মানুষের জন্য সবসময়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির জানাযা সম্পন্ন হয়েছে। জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে স্বাস্থ্যবিধি অনুসারে জানাযা ও দাফন সম্পন্ন করেছে জুড়ী উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলার নির্বাহী অফিসার অসিম চন্দ বণিক, জুড়ী উপজেলা হাসপাতালের টি এইচ ও ডাঃ সমরজিৎ সিংহ,,জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার, ওসি(তদন্ত) আমিনুল ইসলাম । আমার সাথে ছিল আমার স্নেহের ছোট ভাই পরিশ্রমী, সাহসী, মেধাবী এবং ভালো সংগঠক বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজি। সবাই মৃত যুবক ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: