বিএনপি নেতা খায়রুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Emon Emon Chowdhury প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ ফেরদৌসুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক “খায়রুল ইসলাম” গত ২১মে রাত প্রায় ১১.৩০ ঘটিকায় সিলেটের একটি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ৷ তার মৃত্যুকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” আজ এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম খায়রুল ইসলাম বড়লেখা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দলকে সুগঠিত ও শক্তিশালী করতে মন্দ্রোণে কাজ করে গেছেন । বড়লেখা উপজেলা বিএনপি – কে মঞ্জবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তার অগ্রণী ভূমিকা স্থানীয় নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে । এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন – সংগ্রামেও তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয় । রাজনীতির পাশাপাশি সামাজিক , সাংস্কৃতিক , খেলাধুলা ও ধর্মীয় ক্ষেত্রে অবদানের পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজের সাথেও তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন । সৎ , সজ্জন , মিষ্টভাষী ও ধর্মপরায়ণ এই মানুষটি ব্যবসা ক্ষেত্রেও ছিলেন একজন সফল ব্যবসায়ী । আর এজন্য স্থানীয় ব্যবসায়ীগণ তাকে আজিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি পদে নির্বাচিত করেছিলেন । তার মৃত্যু বড়লেখা উপজেলা বিএনপি – তে বিরাট শুন্যতার সৃষ্টি করলাে । খায়রুল ইসলামের মৃত্যুতে আমি তার শােকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি এবং দোয়া করছি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোকে প্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন । আমি মরহুম খায়রুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শােকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ , আত্মীয়স্বজন , গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা । আপনার মতামত দিন : SHARES রাজনীতি বিষয়: