গাইবান্ধায় ধরা পরলো আরেক চাল চোর ডিলার!

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

গাইবান্ধায় ধরা পড়লেন আরেক ‘চাল চোর’ ডিলার

  • গাইবান্ধা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2020-04-13 17:40:36 BdST
bdnews24

গাইবান্ধায় ১০ টাকা কেজির চাল ‘চুরি করে বেচার সময়’ চালসহ এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবাব দুপুরে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর বাজার এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) প্রায় ৫০০কেজি চালসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মজদার রহমান খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রাকিব ট্রের্ডাসের স্বত্ত্বাধিকারী ও পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর এলাকার আজগর আলীর ছেলে।

সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, পদুমশহরস্থ রাকিব ট্রের্ডাসের গুদাম থেকে লেয়ার মুরগির খাদ্যের বস্তায় চাল ভর্তি ১০টি রিকশাভ্যান বোনারপাড়ার দিকে যাচ্ছিল।

“বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী একটি ভ্যান আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।”

তিনি জানান, খবর পেয়ে তিনি ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আটককৃত চাল বিষয়ে রিকশাভ্যান চালক আব্দুল মজিদের সাথে কথা বলেন। ভ্যান চালক তাদের জানান-‘সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির এ চাল ডিলার মজদার রহমানের। ডিলার তাকে এই চাল বোনারপাড়া বাজারের চাল ব্যবসায়ী আব্দুল আজিজের গুদাম ঘরে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন।’

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর মোবাইল ফোনে ডিলার মাজদার রহমাকে পদুমশহর ইউনিয়ন পরিষদে আসতে বলেন। কিন্তু আসতে চেয়েও তিন ঘণ্টা অপেক্ষার পরেও ডিলার মজদার রহমান আসেন নাই। পরে ইউএনও তার গুদামে অভিযান চালান। তার গুদামে সরকারি বরাদ্দপ্রাপ্ত চালের হিসাবে গরমিল পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত অব্যাহত রাখা হয়েছে। ”

সাঘাটা উপজেলা নির্বহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, ডিলার মজদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। তার ডিলারশিপ বাতিলসহ এ চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশব্যাপী দশ টাকা কেজি দরের এই চাল চুরির একের পর এক ঘটনার মধ্যে সামাজিক দূরত্বের কথা বলে সরকার খাদ্যবান্ধব কর্মসূচি বাতিল ঘোষণা করেছে সোমবার দুপুরে।

আপনার মতামত দিন :