চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

দেশে করোনাভাইরাসে প্রথম প্রাণহারানো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে এইচ এম রিয়াজুল আবির (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।

বুধবার (২২ এপ্রিল) সাইবার পুলিশের একটি দল রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর সত্যতা নিশ্চিত করে সিআইডির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল করোনাভাইরাসে মারা যান সিওমেকের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এর পর এ বিষয়ে চিকিৎসক সমাজকে উসকে দেওয়ার জন্য কতিপয় কুচক্রী মহল মৃত ডাক্তারকে জড়িয়ে নানান কুৎসামূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

তাছাড়া সাইবার পুলিশের ২৪/৭ অনলাইন মনিটরিং সেল ডা. মঈন উদ্দিনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় সিআইডির একটি বিশেষ টিম আজ রাজধানীর বাড্ডা এলাকা থেকে অভিযুক্ত এইচ এম রিয়াজ (৩১) গ্রেপ্তার করে। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তার মায়ের নাম কচিরন নেছা।

এ সময় তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। আবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিআইডির ফেসবুক পেজে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ও অনলাইনে গুজবসহ যেকোনো সাইবার অপরাধের তথ্য সিআইডির সাইবার পুলিশের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ইউনিটের সাথে যোগাযোগের জন্য নিম্নোক্ত যেকোন মাধ্যম ব্যবহার করে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন।

ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/
২৪/৭ কন্টাক্ট নম্বর- +880 1730-336431
এবং ইমেইল: [email protected]

আপনার মতামত দিন :