সব শিক্ষার্থীদের উচ্চশিক্ষা থাকলেও, ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নেই Emon Emon Chowdhury প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ সব ডিপ্লোমা ধারীদের উচ্চশিক্ষা থাকলেও, শুধুমাত্র ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নেই। একটি গণতান্ত্রিক দেশে তাদের বঞ্চিত করার যুক্তি কি? যেখানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিজে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা বলে গিয়েছিলেন। তবে কোন অদৃশ্য কারনে আজও সেটি বাস্তবায়ন হয়নি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আজ শিক্ষার ব্যাপারে উদার। তখন স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ একটি সেক্টরের ১ লক্ষ শিক্ষার্থীরা কিভাবে শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? যেখানে তিনি এই ডিপ্লোমা চিকিৎসকদেরই তীর্ণমূলে সেবার কারনে তিনি স্বাস্থ্য সেবায় “সাউথ সাউথ এওয়ার্ড” এর মতো আন্তজার্তিক সন্মননা পান। . এই অধিকার হরন হয়ে আসছে ৪৪ বছর ধরে। এটি কি করে মনে নেওয়া যায়! কেন নেমে আসবেনা তারা রাস্তায়? যখন হাজার হাজার বার মন্ত্রালয় থেকে মন্ত্রানালয়ে স্বারকলিপি দিয়ে সাড়া পাওয়া যায়না। ৪৪ বছর ধরে আশ্বাসের পর আশ্বাস দিয়ে কোন কাজ করেনা। স্বাস্থ্য মন্ত্রী সাহেব যখন নিজে , তাদের দাবী যৌক্তিক বলে স্টুডেন্টদের থেকে ১ মাস অনেক সময় তিনমাস সময় নিয়ে বছরের পর বছর নিদ্বিধায় কাঁটিয়ে বারংবার বিশ্বাস ঘাটকতা করে। তখন কি তাদের রাস্তায় না নামার ক্ষেত্রে একটিও যুক্তি কাজ করে? প্রশ্ন সমাজের কাছে, প্রশ্ন নীতিনির্ধারকদের কাছে, প্রশ্ন রাষ্ট্রের কাছে! মোঃ রাশেদুজ্জামান ডিপ্লোমা চিকিৎসক আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: