চিকিৎসক, নার্সদের ন্যায় বিশেষ নিয়োগ পাবে মেডিকেল টেকনোলজিস্টরা Emon Emon Chowdhury প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ আজ (২৬/০৪/২০২০ ইং) বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) এর সভাপতি আলমাছ আলী খানের নেতৃত্বে বিএমটিএ, স্বামেপ, সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ, বারিট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, পরিচালক প্রশাসন অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেনের সাথে সাক্ষাত করে মহামারী করোনা মোকাবেলায় চিকিৎসক, নার্সদের ন্যায় ৫০০০ (পাচ হাজার) মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুরোধ জানান। তাহারা নেতৃবৃন্দকে আস্বস্ত করেন যে মেডিকেল টেকনোলাজস্টদের জরুরী ভিত্তিতে নিয়োগ দানের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং প্রস্তাব আকারে মন্ত্রনালয়ে প্রেরন করা হচ্ছে এবং শীঘ্রই নিয়োগদান সম্পন্ন হবে। এ সময় বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডাঃ ইহতেশামুল হক দুলাল ও স্বাচিপ মহাসচিব অধ্যাপক এমএ আজিজ উপস্থিত ছিলেন, তাহারাও টেকনোলজিস্ট দের আশ্বস্থ করে বলেন আপনাদের নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলমাছ আলী খান, শাহআলম খান পারভেজ, মোঃ মহব্বত হোসেন, মোঃ আওলাদ হেসেন, সমীরন বেপারী, মোঃ আহাদ, মির্জা আঃ মান্নান, খাজা মাইন উদ্দিন মঞ্জু, মোঃ জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ। আপনার মতামত দিন : SHARES চাকরি বিষয়: