মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসুন!

প্রতিবন্ধী মিজানুর রহমানের দেখাশোনার জন্য একজন লোক প্রয়োজন

Arup Arup

Sarker

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

শারীরিক প্রতিবন্ধী মিজানুর রহমান এর দেখাশোনা জন্য সার্বক্ষণিক একজন ছেলে প্রয়োজন। বেতন নগত আঠার হাজার টাকা (১৮,০০০/-) থাকা এবং খাওয়ার ব্যবস্থা সহ।

কাজের বিবরণ:
১. রান্না করা (রান্নার অভিজ্ঞতা থাকতে হবে)
২. গোসল করানো, টয়লেটে নিয়ে যাওয়া (গ্লাভস পরে পানি খরচ করে দেওয়া)
৩. নামাজের জন্য অজু করিয়ে দেওয়া
৪. বাজার করা
৫. ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজ সহ সার্বক্ষণিক দেখাশোনা।
৬. মাঝে মধ্যে বাসার বাইরে নিয়ে যাওয়া।

যোগ্যতা:
১. অবিবাহিত (১৮-২৫ বছর)
২. অধুমপায়ী
৩. অল্প শিক্ষিত ( কমপক্ষে ১০ম শ্রেণী)
৪. নার্সিং করার মন মানসিকতা থাকতে হবে।
৫. ধৈর্যশীল হতে হবে।

মানবিক দৃষ্টিকোণ থেকে কেউ এগিয়ে আসুন! মিজানুর রহমান ছোটবেলা থেকে সেরিব্রাল পালসি (CP) রোগে আক্রান্ত। তিনি হাঁটতে চলতে পারেন না। বাবা মা মারা গেছেন, দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছোট।

পুরান ঢাকায় তার নিজস্ব একটি বাড়ি রয়েছে। বাসা ভাড়ার টাকা দিয়ে তিনি চলেন। লালমাটিয়ায় একটি ভাড়া বাসায় দীর্ঘ ৯ বছর যাবৎ বসবাস করছেন। নিরুপায় হয়ে তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন তার দেখাশোনার জন্য (বেতন সাপেক্ষে) একজন ছেলে প্রয়োজন।

খুব শীঘ্রই চলতি জুলাই মাসে তাকে দেখাশোনার জন্য একজন ছেলে প্রয়োজন।

সরাসরি মিজানুর রহমানের সাথে যোগাযোগঃ
01711-472380 (রাতে ফোন করবেন না, প্রকৃত আগ্রহীরা যোগাযোগ করবেন দুপুর ২ টার পর থেকে)

আমাদের সাথে যোগাযোগঃ
01754-925692

নিউজটি সর্বাধিক শেয়ার করে আমরা কি পারি না এমন কারো নজরে আনতে যার মাধ্যমে হয়তো একজন ছেলে তার কাজের সুযোগ পেল, মিজানুর রহমান পেল একটু স্বস্তি। একজন সৎ,মানবিক ছেলে আবশ্যক।

উল্লেখ্য মিজানুর রহমানের অধিকাংশ সময় কাটে কোরআন শরীফ পড়ে, টেলিভিশন দেখে। তিনি 5 ওয়াক্ত নামায আদায় করেন,রোজা রাখেন।

সাক্ষাৎকার এর ভিডিও লিংক 👇

আপনার মতামত দিন :