২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগের সুপারিশ চূড়ান্ত Shaber Hossain Shaber Hossain Chowdhury প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ দেশে করোনা ভাইরাস মোকাবেলায় ২ হাজার চিকিৎসক ৫ হাজার নার্স নিয়োগ দিচ্ছে সরকার। ইতোমধ্যেই নিয়োগের সুপারিশ চূড়ান্ত করেছে সরকারি কর্মকমিশন-পিএসসি। এর মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ পাবেন ৩৯তম বিসিএসের অপেক্ষমান তালিকা থেকে। পাঁচ হাজার নার্স নিয়োগ হবে ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সরকারি কর্মকমিশনের এক বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। পিএসসির বলেন, ‘সরকারের কাছ থেকে ডাক্তার ও নার্স নিয়োগের চাহিদা পাওয়ার পর কত দ্রুত সময় সেই নিয়োগ দেওয়া যায় আমরা সেই উদ্যোগ নেই। নিয়োগ বিজ্ঞপ্তি, আবার পরীক্ষা এগুলো দীর্ঘ প্রক্রিয়া। আমাদের যেহেতু ৩৯তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ আট হাজার ডাক্তারদের একটা অপেক্ষামান তালিকা ছিল সেখান থেকেই চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই তালিকা সরকারের কাছে পাঠিয়ে দেব। একইভাবে পাঁচ হাজার নার্স নিয়োগের সুপারিশ করা হচ্ছে। নতুন নিয়োগ পাওয়া এই চিকিৎসক ও নার্সরা যোগ দিলে নিশ্চয়ই স্বাস্থ্য সেবায় গতি আসবে।’ আপনার মতামত দিন : SHARES চাকরি বিষয়: