কবি মালা ভৌমিকের বইয়ের মোড়ক উন্মোচনে বিএসএমএমইউ উপাচার্য Emon Emon Chowdhury প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ কবি মালা ভৌমিকের প্রথম গ্রন্থ ‘অনুভূতির অনুকাব্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমী উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে করেন এর উন্মোচন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ বলেন, কবি মালা ভৌমিকের ‘অনুভূতির অনুকাব্য’ কবিতার বইটির কবিতার ভাষা অত্যন্ত প্রাঞ্জল ও ছন্দময়। আগামী দিনে তাঁর কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে। বিশেষ অতিথির বক্তব্যে ম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, কবি মালা ভৌমিকের কবিতার ভাষা অত্যন্ত সহজ ও সুন্দর এবং অনুভূতির গভীরতা অসীম। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুল হক, সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন উপস্থিত ছিলেন। টি মনি খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাতা প্রকাশনীর প্রকাশক ও কচিপাতা ম্যাগাজিনের সম্পাদক আলেয়া বেগম আলো, ছড়াকার ও প্রকাশক মানছুর মুজাম্মিল প্রমুখ। আপনার মতামত দিন : SHARES সাহিত্য বিষয়: