করোনা: কারা হাসপাতালে ১১৩ চিকিৎসক পদায়নের নির্দেশ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ সময়ের জন্য কারাগারে আটক বন্দি এবং কারা কর্মকর্তা/কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ১১৩ শূন্য পদে চিকিৎসক পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতি জরুরি এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সেবা বিভাগের পারসোনাল-৩ অধিশাখার উপসচিব উম্মে রেহানা স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, কারাগারে আটক বন্দি এবং কারা কর্মকর্তা/কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য কারাগার/কারা হাসপাতালে শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য কারা-১ শাখা সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ১১৩ জন চিকিৎসক পদায়নের জন্য অনুরোধ জানিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক (করোনা চলমান সময়ের জন্য) সংযুক্তিতে পদায়নের কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

►স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

আপনার মতামত দিন :