উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নবজাতকের লাশ Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০ কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের ময়লার ভাগারে একটি ছেলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবব পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। তবে গত দুদিনের মধ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গর্ভবতী নারী ভর্তি ছিল না। বাইরের কেউ এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জন্মের পরপরই শিশুটিকে ময়লার ভাগারে ফেলে দেয়া হয়েছে। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: