বেকার মেডিকেল টেকনোলজিষ্ট নেতাকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং নার্স মেডিকেল টেকনোলজিষ্ট ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক রিপন কুমারকে প্রাণ নাশের হুমকি দিয়েছে মোবাইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ২৪ এপ্রিল ০১৮২৩-৮৬৫৪১৬ নম্বর মোবাইল থেকে এবং ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শামিম শাহ, আ. আল সুমন, সুকেন নাহা এবং ১৫ মে ০১৯২৬-৯৬৯২৮৬ ও ০১৭২৯-৭৬৬৩৩০ নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

রিপন কুমারের প্রাণনাশের হুমকির নিন্দা জানিয়ে জড়িতদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন নার্স মেডিকেল টেকনোলজিষ্ট ঐক্য পরিষদের আহবায়ক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন এর সভাপতি আলমাছ আলী খান ও মহাসচিব মোশাররফ হোসেন খান এবং বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন এর সভাপতি শফিকুল ইসলাম এবং মহাসচিব সিরাজুল ইসলাম।

নেতৃবৃন্দ জানান, সরকারিভাবে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগের যৌক্তিক দাবিতে আন্দোলন করায় কুচক্রী মহল রিপন কুমারকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার ছড়াচ্ছে। যারা এই কাজটি করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রিপন কুমার জানান, তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে ১৬ ই মে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৫২৭.

 

আপনার মতামত দিন :