সূর্যের হাসি ক্লিনিক বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

শংকর চৌধুরী (বিশেষ প্রতিনিধি) :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ক্রান্তিলগ্নে মানুষ যখন গৃহবন্দী হোম কোয়ারেণ্টানে তখন সূর্যের হাসি নেটওয়ার্ক নামক একটি স্বাস্থ্যজীবি প্রতিষ্ঠানের অমানবিক সিদ্ধান্তে বন্ধ হচ্ছে দেশের ১৫৮টি সূর্যের হাসি ক্লিনিক। বাংলাদেশে এ ক্লিনিক গুলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা প্রদান করে অাসছে ১৯৯৭ ইংরেজি থেকে। আমেরিকা USAID এ ক্লিনিকগুলো আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে অদ্যাবদি।
কিন্তু বাংলাদেশে এ ক্লিনিক পরিচালনাকারী সূর্যের হাসি নেটওয়ার্ক  ও কেমোনিক্স ইণ্টারনেশনাল অবৈধভাবে ১৫৮ টি ক্লিনিক বন্ধ করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে।যে ক্লিনিকগুলোতে দুই হাজারের অধিক স্বাস্থ্যকর্মী চাকরি করে কোনরকমে জীবন-যাপন করে।
কিন্তু আজ তারা হাতাশায় নিমজ্জিত হচ্ছে চাকরি হারিয়ে। এ অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাকরিতে বহাল রাখা ও ক্লিনিক বন্ধ না করার প্রতিবাদে আজ সিলেট উপশহর ক্লিনিকের সামনে সূর্যের হাসি ক্লিনিক, সিলেট রিজোয়নের স্টাফরা মানববন্ধন করেন। মানববন্ধনেে বক্তব্য রাখেন ক্লিনিক ম্যানেজার পপি দে ,রোকসানা খানম, জনাব হেলাল উদ্দিন সহ অনেকে। এসময় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন :