যারা প্লাজমা দিচ্ছেন, তাদের জন্য কিছু জরুরী কথা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০

প্লাজমা ডোনেশন খুবই সহজ ও নিরাপদ একটি প্রক্রিয়া। এ পদ্ধতিতে ডোনারের শরীর থেকে সংগ্রহীত রক্ত sterile tube এর মাধ্যমে সেন্ত্রিফিউজ মেশিনে যায়। Plasmapheresis পদ্ধতিতে রক্ত থেকে প্লাজমা আলাদা হয়ে একটি প্লাজমা ব্যাগ এ জমা হয়। আর রক্ত পুনরায় ডোনারের শরীরে দিয়ে দেওয়া হয়। সময় লাগে ৬০-৯০ মিনিট। ডোনারের কিছু মেডিক্যাল টেস্ট ও বিনামূল্যে করে দেওয়া হয়।

প্লাজমার ৯০% ই পানি। তাই, কেউ প্লাজমা দান করলে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে শরীর তা পূরণ করে ফেলে। স্বাভাবিক খাবার আর যথেষ্ট পরিমাণে পানি পান করলেই চলবে।

ডাক্তাররা শরীরের ডোনারের শরীরের ওজন এর হিসাবে ১০ মিলি লিটার/প্রতি কেজি প্লাজমা নিয়ে থাকেন। আপনার ওজন যদি ৫০ কেজি হয়, তবে মাত্র ৫০০ মিলি প্লাজমা নেওয়া হবে।

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, একজন ব্যাক্তি প্লাজমা দান করার ৪৮ ঘণ্টা পর পুনরায় প্লাজমা দান করতে পারেন। অর্থাৎ সপ্তাহে ২ বার চাইলেই আপনি প্লাজমা দিতে পারেন নিরাপদে। এজন্য শুধু বেশি করে পানি আর স্বাভাবিক খাবার দাবার খেতে হবে। তারপরও যদি কেউ আশঙ্কিত থাকেন, অন্তত প্রতি সপ্তাহে ১ বার তো প্লাজমা ডোনেট করতেই পারেন।

Remeber! Everyone who got coronavirus is a SUPERHERO!

There is not WINNER or LOSER. Who lost their lives died fighting very hard. They are not losers, they are winners too! চলেন আরেকটা মুক্তিযুদ্ধ করি, এবার করোনার বিরুদ্ধে!!

You can keep saving lives daily.
2 donation in 6 days.
Saves 1 life Everyday!

আপনি প্লাজমা ডোনেশনের উপযোগী হলে #takemyplasma হ্যাশট্যাগ ব্যাবহার করে পোস্ট করুন নিজের wall এ। আপনার availability সবাইকে জানান। হ্যাশট্যাগ সার্চ করে সবাই সহজেই আপনাকে খুঁজে পাবে।
আসুন প্লাজমা, ক্যানসার রোগী র জন্য, থ্যালাসেমিয়া বা অন্য যে কোন কারনে রক্তের প্রয়োজনে আমাকে কল দিন, আমি আপনার পাসে আছি, মৃত্যু আগে ও পরে বলতে পারি একজন মানুষের পাসে ছিলাম
সেবাই আমার ধর্ম, আমিন

মোঃ তাহেরুল ইসলাম 
বিএসসি ইন ল্যাবরোটরী মেডিসিন (ডিইউ)
প্রভাষক
আইএইচটি, বরিশাল

আপনার মতামত দিন :