মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

এফ.টি. উজ্জ্বল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সুমন চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ সকাল ৮ টার দিকে উপজেলার কুলাউড়া টু মৌলভীবাজার সড়কের খুমিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তিনি কুলাউড়া পৌরশহরের উছলাপাড়া এলাকার নুর নবী চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবক সুমন মোটরসাইকেল যোগে উপজেলার ব্রাহ্মণবাজারবে দিকে যাচ্ছিলেন। কিছুদূর গেলে খুমিয়া নামক স্থানে অজ্ঞাত কোন একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে এক সিএনজিচালক রাস্তায় পড়ে থাকা যুবককে দেখতে পেয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী Medinews কে বলেন, যুবক সুমনের লাশ সুরতহালের প্রস্তুতি চলছে এবং গাড়ি ও চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

আপনার মতামত দিন :