বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল দুই ম্যাটস্ শিক্ষার্থীর Arup Arup Sarker প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্তর এলাকায় বেপরোয়া বাসের চাপায় দুই ম্যাটস্ শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার(১৬-০২-২০২০) বিকেল ৫ টার দিকে সেতুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনের স্টুডেন্ট আইডি কার্ড ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ম্যাটস্ টাঙ্গাইলের শিক্ষার্থী মাঈন উদ্দিন হামীম ও সাদিয়া ইসলাম নদী। নিহত হামীম নোয়াখালীর লক্ষ্মীপুরের মনোহরপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং নিহত সাদিয়া ইসলাম নদী গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও গ্রামের সাইদুর রহমানের মেয়ে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক জায়েদ আব্দুলল্লাহ বিন সরোয়ার বলেন,সেতু এলাকায় বেড়াতে আসা দুই শিক্ষার্থী গোলচত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-০০৭৫) গাড়িটি বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর অতিক্রম করার সময় ওই শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে আটক করা হয়েছে। তবে, গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন ‘বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন’ ও ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ শোক প্রকাশ করেছেন ও বিদ্বেহি আত্বার মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে জরিতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ স্বাস্থির দাবী করেছেন। যাতে এ রকম ঘটনা আর না ঘটে। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: