রোগীর আত্নীয়দের হামলায় বাগেরহাট ম্যাটস্ এর অধক্ষের মৃত্যু Rakib Hassan Avi Rakib Hassan Avi প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০ রোগীর আত্নীয়দের হামলায় বাগেরহাট ম্যাটস্ এর অধক্ষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৬টায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ রাকিব (৫৯) মারা যান। ডাঃ রাকিব উদ্দিন বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় ১৫ জুন রাতে এ ঘটনা ঘটানো হয়। কয়েকজন মিলে ১৫ জুন রাত ৮টা ৫০ মিনিটের দিকে ডা.রাকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শিউলী বেগম নামে একজন রোগী ১৪ জুন সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি হন। ওই দিন বিকেল বেলা অপারেশন হয়।এর পরেরদিন রোগীর রক্তক্ষরণ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ডা. রাকিবের মৃত্যুর খবর শুনে রাইসা ক্লিনিকে গিয়েছি। এখনও চিকিৎসকের মরদেহ আবু নাসের হাসপাতালে রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ম্যাটস্ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: