ঘাতকবাস কেড়ে নিল ডিপ্লোমা চিকিৎসক জাতির আরেক শ্রেষ্ঠ সন্তানকে

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

‘শোক বার্তা’
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, ডা. মো. আরমান আলী ভাই, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পীরগঞ্জ, রংপুরে কর্মরত ছিলেন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, অদ্য দুপুর ২:৩০ মিনিটে মোটরসাইকেল যোগে ডিউটিতে যাওয়ার সময় এক ঘাতকবাস তাঁকে চাপা দেয়। পরবর্তীতে দ্রুত তাঁকে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর অকাল মৃত্যুতে ডিপ্লোমা চিকিৎসক জাতি হারালো একজন দক্ষ, সৎ, কর্মঠ সংগঠককে। কেন্দ্রীয় কমিটি হারালো একজন নিবেদিত সহকর্মীকে। তিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে বিডিএমএ রংপুর জেলা শাখার দায়িত্বে ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে যে সাংগঠনিক শূন্যতা তৈরি হলো তা কখনো পূরণ হবার নয়।

মৃত্যুকালে ডা. মো. আরমান আলী ভাই সহধর্মিনী, ছোট দুই পুত্রসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সেই সাথে ঘাতকবাস চালকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবী করছি।

শোকাহত:

ডা. এম. মিজানুর রহমান (জনস্বাস্থ্যবিদ)

এক্স; তথ্য, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
সাংগঠনিক সম্পাদক,
পাবলিক হেলথ্ স্পেশ্যালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (পিএইচএসএবি), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
আইন শাস্ত্রের শিক্ষার্থী ও সুলেখক।

 

 

 

আপনার মতামত দিন :