প্রসাশন নজরদিলে ২বছর আগেই বন্ধ হতো ‘সাহেদের’ প্রতারণার বানিজ্য

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
    • মোহাঃ নূরনবী তন্ময়, স্টাফ রিপোর্টার।।

বিশ্বব্যপি করোনা সংকটকালে সবচেয়ে দেশে আলোচিত রিজেন্ট হাসপাতাল নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া অর্থ-বানিজ্যের রুপকার সাহেদ।
বেসকারী একটি টিভি চ্যানেলে অনুসন্ধান রিপোর্টের পর অভিযান চালায় র‍্যাব। তারপর বের হয়ে আসে নানান অপকর্মের বানিজ্য। গত বুধবার ভোর সাড়ে পাঁচটায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আটক করেন বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) টিম।


দেখা গেছে, ২০১৮সালের ১৭ই ফ্রেবুয়ারী শনিবার বহুল প্রচলিত জাতীয় ‘দৈনিক যুগান্তর’ প্রএিকায় লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতাল শিরোনামে প্রকাশিত হয়। যেখানে উঠে আসে- অসংখ্য দালালের ছড়াছড়ি যারা সরকারি হাসপাতাল থেকে রোগীদের আদর করে নিয়ে আসে। অতঃপর বড় অঙ্কের বিল ধরিয়ে দেয়। মূলত সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে গরীব অসহায়রা। আর দালালেরা সেই সরলতার সুযোগ নেয়। স্যাঁতস্যাঁতে পরিবেশ, দেওয়ালে রং ঝরে পড়েছে, বাহিরে শুধু একটা বিলবোর্ড আর ভিতরের পরিবেশ দেখলে মনে হয় এটি একটি আবাসিক হোটেল। সরকার অনুমোদন অনুলিপি নোটিশ বোর্ডে নেই,জরুরি বিভাগ থাকলেও কোন ডাক্তার নেই। এই বিষয়ে ম্যানেজারের কাছে জানতে চাইলে বলে, আমার মালিক টিভিতে টকশো করে ও তার বড় বড় লোকের সাথে উঠা বসা সহ নানান হুকমির সম্মুখীন হন সিনিয়র সাংবাদিক সৈয়দ আমানত আলী।


এমতাবস্তায় সুশীল সমাজের প্রশ্ন- মানুষের আস্থার স্থান হাসপাতাল নিয়ে কোটি টাকার বানিজ্য ও করোনা টেস্টের জালিয়াতি সংবাদটি পুরো বিশ্বে এখন ছড়াছড়ি। গত ২বছর আগে প্রকাশিত এই সংবাদে প্রসাশন নজর দিলে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের করোনা টেস্টের নামে অর্থ-বানিজ্য এতোদূর আসতো না।

আপনার মতামত দিন :