রাজশাহীতে চিকিৎসক-নার্সসহ করোনায় আক্রান্ত আরো ১১১

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

চিকিৎসক-নার্স, পুলিশ ও র‌্যাব সদস্যসহ রাজশাহীতে আরো ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৭৭ জন। এর মধ্যে জেলায় সর্বচ্চো রাজশাহী মহানগরে ২৩১০ জন।

বুধবার (২৯ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য জানান।

তিনি জানান, চিকিৎসক, নার্স, পুলিশ ও র‌্যাব সদস্যসহ রাজশাহী মহানগরীর ৯৮ জনসহ গোদাগাড়ী উপজেলা দুই জন, পবা উপজেলার সাতজন, পুঠিয়া উপজেলার  চারজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় নতুন ১১১ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২৯৭৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৭৭ জন। এদের মধ্যে মহানগরীতে অবস্থান করছে ২৩১০ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৬০, চারঘাটে ৫৩, পুঠিয়ায় ৫৮, দুর্গাপুরে ৪৪, বাগমারায় ৬২, মোহনপুরে ৮১, তানোরে ৮১, পবায় ১৬৭ এবং গোদাগাড়ীতে ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১০৭ জন। এর মধ্যে মহানগরীতে ৮৬৬ জন, বাঘা উপজেলায় ১৬ জন, চারঘাট উপজেলায় ২৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫ জন, দুর্গাপুর উপজেলায় ১৫ জন, বাগমারা উপজেলায় ১৯ জন, মোহনপুর উপজেলায় ৫৫ জন, তানোর উপজেলায় ২৯ জন, পবা উপজেলায় ৫৬ জন ও গোদাগাড়ী উপজেলায় ৯ জন।

এছাড়াও এ পর্যন্ত করোনায় রাজশাহী জেলায় মারা গেছেন রাজশাহী মহানগরীতে ১১ জন, চারঘাট ২, গোদাগাড়ী ২, পবায় ৫ জন এবং পুঠিয়া, বাঘা ও মোহনপুর  একজন করে মোট ২৩ জন।

আপনার মতামত দিন :