সিংড়ায় মেডিকেল কলেজ করা হবে: আইসিটি প্রতিমন্ত্রী Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ নাটোরের সিংড়ায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৫ অক্টোবর) জুম অনলাইন অ্যাপসের মাধ্যমে সিংড়া উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়ায় হাইটেক পার্কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এ সিংড়ার মাটিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে আমরা একটি উন্নত আধুনিক সিংড়া গড়ে তুলবো।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নবীর উদ্দিন, মাওলানা আলী আকবর প্রমুখ। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: