এক্সিস মেডিকেল স্কুলের উদ্যোগে ৯০ পরিবারকে ত্রাণ বিতরণ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলমান লকডাউনে হতদরিদ্র ৯০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এক্সিস মেডিকেল স্কুল।

আজ শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর মিরপুর ১১ নাম্বারসহ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

স্কুল কতৃপক্ষ জানিয়েছে, মিরপুর ১১, ১৩, ১৪ নাম্বার এবং ভাষানটেকের ৯০টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিল সাতক্ষীরা মেডিকেল কলেজের এম্বাসেডর তাহসিন মর্তুজা, ফরিদপুর মেডিকেল কলেজের এম্বাসেডর শাহরিয়ার আলম কাওসার প্রমুখ।

তারা আরও জানিয়েছে, উক্ত ত্রাণ বিতরণে সহায়তা করেছে সিনাপস মেডিকেল একাডেমি, নোয়াখালী মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ভৈরব মেডিকেল স্টুডেন্ট  অ্যাসোসিয়েশন এবং ঢাকা ডিফেন্স ক্লাব নামক স্থানীয় সংগঠন।

চলমান সংকটে এক্সিস মেডিকেল স্কুলের উদ্যোগে ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে, তাদের এই উদ্যোগে অংশ নিতে বিত্তবানদের 01730495115 (বিকাশ) এবং 017304951167 (রকেট) নাম্বারে সাহায্য পাঠাতে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পরেছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। এমন অবস্থায় সরাকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা এবং বিত্তবান অনেকে  নিম্নআয়ের এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

আপনার মতামত দিন :