করোনাভাইরাস নিয়ে বাংলা অ্যানিমেশন Emon Emon Chowdhury প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ করোনাভাইরাস নিয়ে এবার তৈরি হলো বাংলা অ্যানিমেশন ওয়েব সিরিজ। এ সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘করোনা কাল’। আজ সোমবার ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। করোনাভাইরাস কীভাবে ছড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায় ? এসব বিষয় তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজটিতে। এটি পরিচালনা করেছেন আকতারুল আলম তিনু। পাশাপাশি এর থ্রিডি অ্যানিমেশন ও সম্পাদনাও করেছেন তিনি। তিনু বলেন, ‘মূলত করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে সচেতন এটি তৈরি করেছি। বাংলাদেশে এখন লকডাউন চলছে, তাই বাইরে শুটিং না করে ঘরে বসে মানুষকে সচেতন করার জন্য এমন ভাবনা থেকে এটি নির্মাণ করলাম। আপাতত ১০ পর্ব প্রকাশের ইচ্ছে আছে।’ সিরিজটির গল্প ভাবনায় আছে টিম আট। এতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন। আর প্রকাশিত হচ্ছে সি-মিউজিক মোশনের ব্যানারে। আপনার মতামত দিন : SHARES বিনোদন বিষয়: