করোনা আক্রান্ত হয়েও সেবা দিচ্ছেন যে চিকিৎসক! Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত তিনি। ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। তবুও তিনি করোনায় আক্রান্ত অন্য রোগীদের মুঠোফোনে সেবা দিয়ে যাচ্ছেন। রোগীদের আইসোলেশন ব্যবস্থা জন্য সমন্বয় করছেন । তিনি ডা. জাহিদুল ইসলাম। নারায়ণগঞ্জের করোনাবিষয়ক জেলা ফোকাল পারসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এতো কিছুর মধ্যে চেষ্টা করছেন যতটুকু সম্ভব রোগীদের সেবা দিতে। শনিবার (১১ এপ্রিল) বিকালে গণমাধ্যমকে বলেন, ‘ঘরে বসে অনলাইনে ও মুঠোফোনে অফিস করছি। অনেক বেশি ফোন রিসিভ করতে হচ্ছে। বেশি কথা বলতে পারছি না। কষ্ট হচ্ছে। বিভিন্ন বিষয়ে ও পজেটিভ রোগীদের আইসোলেশন নিয়ে সমন্বয়ও করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘প্রত্যেকের কাছে অনুরোধ কেউ বাহিরে যাবেন না। ঘরে থাকুন। আল্লাহ এর কাছে আমার জন্য দোয়া করবেন।’ শনিবার (১১ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে তিনি তার ফেসবুক টাইমালাইনে লিখেন- ‘আলহামদুলিল্লাহ ভাল আছি। দয়া করে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপ বা ফেইসবুক মেসেঞ্জারে মেসেজ দিন। আমি রিপ্লাই করব। যাদের কল ধরতে পারছি না দয়া করে ক্ষমা করবেন। আর রাগ না করে আমার জন্য দোয়া করবেন। জরুরী প্রয়োজনে অনলাইনে আছি। আল্লাহ আমাকে ও আপনাদের সকলকে কোভিড-১৯ থেকে রক্ষা করুন।’ প্রসঙ্গত, জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। একই দিন করোনা ফলাফল পজিটিভ এসেছে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের। এর আগে করোনা ফলাফল পজিটিভ এসেছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) । নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ মোট ৪৩ জন। তারা আইইডিসিআরের অধীনে চিকিৎসাধীন। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়। আপনার মতামত দিন : SHARES চিকিৎসক কলাম বিষয়: