করোনায় ডা. সাজ্জাদ কামালের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সৈয়দ মো. সাজ্জাদ কামাল (৫৬) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (১ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপসর্গ থাকায় ১৫ দিন আগে ডা. সাজ্জাদ নমুনা পরীক্ষা করান। এতে তাঁর দেহে করোনা শনাক্ত করা হয়। এরপর তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। এ সময় তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন।

আপনার মতামত দিন :