করোনা উপসর্গ নিয়ে দেশে প্রথম চিকিৎসকের মৃত্যু Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ধারণা থেকে নিজ উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকা ডা. ফেরদাউস রহমান (ডেন্টাল সার্জন) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার (১২ এপ্রিল) বাদ ফজর রাজধানীর মিরপুরে শ্বশুরবাড়িতে মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর আজিমপুরের বাসিন্দা ডা. ফেরদাউস রহমান গত এক সপ্তাহ ধরে সর্দি-কাশিতে ভোগছিলেন। গত দুই দিন আগে মিরপুর পীরেরবাজারে শ্বশুর বাড়িতে যান। সেখানে একটি খালি ফ্ল্যাটে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বাসাতে ছোট বাচ্চা থাকার কারণে নিজেকে আইসোলেট করে নেন ডা. ফেরদাউস। তাঁর ভাইরা ঢাকা মেডিকেল কলেজের মেট্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুর রাজ্জাক মেডিভয়েসকে বলেন, ‘তিনি কিছু রুটিন ইনভেস্টিগেশনে ছিলেন। আজকে তাঁর টেস্ট করতে যাওয়ার কথা ছিল। তিনি ভেবেছিলেন হয় তো সাধারণ সর্দি-কাশি হয়েছে। এ কারণে বিষয়টিতে অতটা গুরুত্বও দেননি। গত দুদিন ধরে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। গতরাতে তাঁর খুব লাগছিল। আমি অনুরোধ করার পর সিদ্ধান্ত নেন আজকে হাসপাতালে যাবেন এবং পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরই মধ্যে আজ বাদ ফজর মারা যান তিনি।’ সম্প্রতি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার কোভিড সেন্টারে স্থানান্তর হওয়া ডা. আব্দুর রাজ্জাক আরও জানান, ডা. ফেরদাউসকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট দেখে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। ডা. ফেরদাউস রহমান রাজধানীর আগারগাঁওয় লায়ন্স আই হাসপাতালে কর্মরত ছিলেন। আজিমপুরে বাসার কাছে প্রাইভেট প্র্যাকটিস করতেন। তাঁর স্ত্রী শামসুন্নাহার সেতুও একজন ডেন্টাল সার্জন। তিনি বংলাদেশ ডেন্টালে কর্মরত আছেন। তিনি ছিলেন বিডিসি-১ শিক্ষার্থী। এ দম্পতির চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। সামাজিক মাধ্যমে শোকের ছায়া ডা. ফেরদাউস রহমানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকের ছায়া নেমে এসেছে। স্মৃতিচারণের পাশাপাশি অনেকে তাঁর আত্মার মাগফিরাতে জন্য দোয়া করেছেন। ডা. ফেরদাউসের মৃত্যুর খবর দিয়ে ফেসবুকে নিজের টাইলাইনে ডা. লুবনা শারমিন বলেন, ‘ডা. ফেরদৌস (ডেন্টাল সার্জন) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম চিকিৎসক যাঁকে আমরা করোনা সিম্পটমে হারালাম। গত তিনদিন যাবত তিনি করোনা উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ আপনার মতামত দিন : SHARES চিকিৎসক কলাম বিষয়: