শেরপুরে ৫০০ পরিবারে ত্রাণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র Omar Omar Faruque প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক দূর্যোগে বিপর্যস্ত সারাদেশের মানুষ। উদ্ভূত পরিস্থিতি থেকে রক্ষায় প্রতিমাসে ১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। এরই অংশ হিসেবে শেরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে তারা। বুধবার (১৫ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন (ভাতশালা, লছমনপুর,ইলশা) ইউনিয়নে ৫০০ পরিবারের বাড়ী বাড়ী পৌঁছে দেওয়া হয় এই ত্রাণ সামগ্রী। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, আধা কেজি লবণ এবং ২৫০ গ্রাম শুকনো মরিচ,১ টি সাবান। এ সম্পর্কে স্বেচ্ছাসেবক টিমের সদস্য ও ইন্টার্ন ফিজিওথেরাপিস্ট ডা. ওমর ফারুক,(পিটি) বলেন, ‘আমরা গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেরিত ত্রাণ সামগ্রী দিয়ে গরিব মানুষের মাঝে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি। গণস্বাস্থ্যের নিজস্ব অর্থায়নে সবাইকে সাহায্য করা খুব কঠিন। আমরা আশা করি দেশের এই ক্রান্তিলগ্নে গণস্বাস্থ্যের মাসিক খাদ্য সহায়তা কর্মসূচিতে দেশের বৃত্তবানরা সহযোগিতা করবেন। ত্রাণ বিতরণকালে শেরপুর গণস্বাস্থ্য কেন্দ্র সমূহের ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন,ভাতাশালা গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ রেহানা পারভীন,গণস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনার মতামত দিন : SHARES স্বেচ্ছাসেবী সংবাদ বিষয়: