করোনায় দেশে বহু মৃত্যুর অশনিসংকেত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

করোনাভাইরাস ইস্যুতে বাংলাদেশের জন্য আরেকটি অশনিসংকেত! সাম্প্রতিক একটি গবেষনায় দেখা গেছে, যেসব দেশ বা শহরে বায়ুদূষণ বেশি, সেসব দেশ বা শহরে করোনাভাইরাসে মৃত্যুর হার অধিক!

Science of the total environment জার্নালে প্রকাশিত এই গবেষনাটি কয়েকটি দেশ এবং শহরের নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) লেভেল তথা বায়ুদূষণ এবং সেসব শহরে করোনাভাইরাসে মৃতের হার এনালাইসিস করেন। তারা দেখতে পান, ইতালি, স্পেন, জার্মানি এবং ফ্রান্সের ৬৬ টি এলাকার মধ্যে শুধুমাত্র ৫ টি এলাকাতেই মৃতের হার মোট মৃতের ৭৮ ভাগ। আর আশ্চর্যজনকভাবে এই ৫ টি এলাকাতেই NO2 বা বায়ুদূষণ অত্যাধিক (https://bit.ly/2VqRfCW)

গবেষকদলের মতে, বাতাসে NO2 লেভেল বা বায়ুদূষণের ফলে মানুষের ফুসফুস স্বাভাবিকের চেয়ে দুর্বল এবং সংবেদনশীল হয়ে পড়ে। আর এই দুর্বল ফুসফুসে করোনাভাইরাস আক্রমনের ফলে বায়ুদূষণ এলাকায় করোনাভাইরাসে মৃত্যুহার অনেক বেশি।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে ঢাকা বায়ুদূষনে শীর্ষ নগরী! (https://bit.ly/3cAA9bE) দেশ হিসেবেও বাংলাদেশের অবস্থান বায়ুদূষণের উপরের সারিতে। একটি গবেষনা প্রতিবেদন অনুযায়ী ঢাকায় বায়ুদূষণ তথা NO2 এবং অন্যন্য ক্ষতিকর উপাদান মাত্রাতিরিক্ত
(https://bit.ly/3eMiIXJ)

উপরোক্ত গবেষনা প্রতিবেদনগুলো এনালাইসিস করলে বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে অত্যাধিক মৃত্যুর কারন সহজেই অনুমেয়। অন্যন্য দেশে যেখানে মৃতের থেকে কয়েকগুন বেশি মানুষ সুস্থ হচ্ছে, আমাদের দেশে সেখানে সুস্থের থেকে মৃতের সংখ্যা বেশি! চিকিৎসা এবং অন্যান্য ফ্যাক্টরের পাশাপাশি বাংলাদেশের বায়ুদূষণ এবং এরফলে দুর্বল হয়ে যাওয়া আমাদের ফুসফুস এই অত্যাধিক মৃত্যু হারের অন্যতম কারন।

বায়ুদূষণ এলাকায় করোনাভাইরাসে মৃত্যুর হার যেহেতু অধিক, তাই আমাদের উচিৎ আরো বেশি সতর্ক থাকা। আর মানুষের ক্ষমতা যেখানে সীমাবদ্ধ, আল্লাহ তায়ালা সেখানে অসীম ক্ষমতার অধিকারী।

রমজান মাস আসন্ন। এই মাসে আল্লাহ তায়ালার অবারিত রহমতের দরজা খুলে যায়। আমাদের সবার উচিৎ আল্লাহর দরবারে ধরনা দেয়া। তিনি যেন রহমতের মাস, পবিত্র রমজান মাসে আমাদের প্রিয় মাতৃভূমি থেকে করোনাভাইরাসের গজব উঠিয়ে নেন।

ড. এনামুল হক মনি

ড. এনামুল হক মনি
সিউল, কোরিয়া

আপনার মতামত দিন :