মানবদেহে প্রবেশ করানো হলো করোনার ভ্যাক্সিন। Rezaul Rezaul Karim প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০ দীর্ঘ তিন মাস গবেষণার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনার ঔষধ মানব দেহে প্রবেশ করেছেন বলে জানিয়েছে বিবিসি নিউজ। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছে হিমসিম খাচ্ছে।বিজ্ঞানীদের চোখের ঘুম হারাম হয়ে গেছে ভ্যাক্সিন আবিষ্কার করার জন্য। তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক খুশীর খবর দিয়েছেন।তাদের ভ্যাকসিন সফলভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন। মানব দেহে প্রবেশ করানো প্রথম রোগী একজন নারী। তার নাম এলিসা গ্রানাডা। তিনি একজন বিজ্ঞান।নিজে গবেষণার সাথে থাকতে পেরে আনন্দিত ও গর্ববোধ করছেন। আটশত ভলেন্টিয়ারদের মধ্য থেকে দুই জন কে বাছাই করে তাদের শরীরে ইনজেকশন প্রবেশ করানো হয়েছ। তারা এক মাসের নজরদারির মধ্যে দিয়ে যাবেন।তাদের কোন ধরনের সাইড ইফেক্ট না থাকলে। সবশেষে তাদের শারীরিক অবস্থা যাচাই করে রিপোর্ট করা হবে। শীগ্রই মানবজাতি এর সুফল পাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। আপনার মতামত দিন : SHARES গবেষণা ও আবিষ্কার বিষয়: