করোনা ভাইরাসে আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকদের সর্বশেষ খবর Emon Emon Chowdhury প্রকাশিত: ৬:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এর কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী গত ৪৮ ঘন্টায় ডিপ্লোমা চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা-০০। আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি যে গত ২২-০৪-২০২০ ইং তথ্য না পাওয়ায় প্রতিবেদনে কিশোরগঞ্জের ভৈরবে কর্মরত আমাদের একজন বোন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনা ভাইরাস পজেটিভ হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁর স্বামী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (একই উপজেলায় কর্মরত) পূর্ব থেকেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন (এই তথ্যটি সঠিক সময়ে প্রকাশ করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি)। * এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-৩২ জন। * এপর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছেন-২৫ জন। * এপর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন-০৪ জন। * এপর্যন্ত হোম কোয়ারেনটিনে আছেন-০২ জন। *এপর্যন্ত মৃত্যু বরণ করেছেন-০১ জন। সুস্থ্য হয়ে নতুন বাড়িতে ফিরেছেন যে দুইজন তারা হলেন নরসিংদী জেলার সদর উপজেলার ০১ ও মনোহরদী উপজেলার ০১ জন। বি: দ্র: যশোরের শার্শা উপজেলায় আক্রান্ত আমাদের বোনের ১২ বছর বয়সী পুত্র সন্তান আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও অত্যন্ত দুঃখের বিষয় এই যে, ভৈরবে কর্মরত স্বামী- স্ত্রী যে দুইজন আক্রান্ত তাদের ১৫ মাস বয়সী একমাত্র সন্তান অন্যের তত্ত্বাবধায়নে আছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আল্লাহ পাক আপনি এই দুই শিশুর বাবা- মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ডিপ্লোমা চিকিৎসক সহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসক সহ সকল আক্রান্ত রোগীদের আশু রোগমুক্তি কামনা করছি। করোনা মোকাবেলায় সম্মুখভাগের যোদ্ধা ডিপ্লোমা চিকিৎসক, দেশবাসী ও বিশ্ববাসীকে আল্লাহ আপনি রহমত দান করুন। প্রতিবেদক- ডাঃ মোঃ হাফিজ সারওয়ার সাংগঠনিক সম্পাদক কেকাপ, বিডিএমএ। আপনার মতামত দিন : SHARES চিকিৎসক কলাম বিষয়: