করোনা আক্রান্তের মিছিলে যোগ হলেন আরও ৫ জন ডিপ্লোমা চিকিৎসক, মোট আক্রান্ত ৩৯ জন Emon Emon Chowdhury প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ করোনা ভাইরাসে আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকদের সর্বশেষ খবর (প্রতিবেদন-কেকাপ, বিডিএমএ):- ————————————————— বিডিএমএ’র কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায়- * নতুন ডিপ্লোমা চিকিৎসক আক্রান্তের সংখ্যা-০৫ জন। * এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-৩৯ জন। * এ পর্যন্ত মোট চিকিৎসাধীন আছেন-৩৪ জন। * এ পর্যন্ত মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন-০৪ জন। * হোম কয়ারেন্টিনে আছেন-০১ জন। * এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন-০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত সকলে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আপনার মতামত দিন : SHARES চিকিৎসক কলাম বিষয়: