সিঙ্গাপুরে আক্রান্ত এক বাংলাদেশি সংকটাপন্ন Shakil Shakil Ahmed প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ প্রতীকী ছবি সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ মিশন। তবে বাকি ৩ জনের অবস্থা স্থিতিশীল। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গত বৃহস্পতিবার নতুন করে দুই বাংলাদেশির করোনা শনাক্ত হওয়ার কারণে এখন দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ৪ জনে। তবে শুক্রবার কোনো বাংলাদেশি আক্রান্তের খবর মেলিনি। ওই দিনে যাদের করোনা ধরা পড়েছে তারা অন্য দেশের। যে চারজন বাংলাদেশি আক্রান্ত তাদের সংস্পর্শে থাকা অন্য বাংলাদেশিদেরও কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। পর্যায়ক্রমে তাদের পরীক্ষা হবে। এদিকে করোনা আতঙ্কে বাংলাদেশিরা দলে দলে সিঙ্গাপুর ছাড়ছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চলছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করলে রাষ্ট্রদূত এটাকে গুজব বলে উড়িয়ে দেন। বলেন, দু’একজন গেছেন তা শুনেছি। তবে সিঙ্গাপুর সরকার করোনা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে। আপনার মতামত দিন : SHARES অন্যান্য বিষয়: