সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণে “বিজয়ের পথযাত্রা” Ashraful Ashraful Islam Akash প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ রমজানের শুরু থেকেই “বিজয়ের পথযাত্রা”টিম সুবিধাবঞ্ছিত ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করে আসছে। “বিজয়ের পথযাত্রা” এর সদস্যরা নিজেরা খাবার রান্না করে, প্যাকেট করে বিতরণে বেড়িয়ে পরে ইফতার এর আগে আগে, বিজয়ের পথযাত্রা পাঠশালা এর ৭০ জন সুবিধাবঞ্ছিত ও পথশিশুদের পাশাপাশি প্রায় প্রতিদিন ১৫০/২০০ প্যাকেট খাবার বিতরণ করে, কোন দিন ডিম খিচুড়ি, কোনদিন মুরগ পোলাও, কোনদিন আবার সবজি খিচুড়ি হিসেবে মেনু থাকে। বিজয়ের পথযাত্রা এর সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এবং কিছু সাদা মনের মানুষের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সামনের দিনগুলিতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংগঠন এর সভাপতি মোঃ মোস্তাকিম বিল্লাহ বিজয় বলেন, বিজয়ের পথযাত্রা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এর পাশাপাশি সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করে আসছে, ধারাবাহিকতায় এই করোনা পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত ও পথশিশুরা যেন অভুক্ত না থাকে তাই এই উদ্যোগ। আপনার মতামত দিন : SHARES স্বেচ্ছাসেবী সংবাদ বিষয়: