করোনার সেই বিখ্যাত ‘অক্সফোর্ড’ ভেক্সিন নিয়ে হতাশার কথা Muhammad Rifat Muhammad Rifat Al Mazid প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০ করোনার যে ভ্যাক্সিন নিয়ে বিশ্ববাসী আলোচনা করল, আশায় বুক বাধল, সেই ভ্যাক্সিন এনিম্যাল ট্রায়ালে ফেল করেছে। এই পরিক্ষামূলক ভেক্সিন শিম্পাঞ্জীকে করোনার ইনফেকশন থেকে রক্ষা করতে পারেনি। ভেক্সিনের উদ্দেশ্যই হচ্ছে সংক্রমন প্রতিরোধ করা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সারা গিলবার্ট বিশ্বে সেলিব্রেটি বনে গেলেন। সেপ্টম্বের মধ্যে ভ্যাক্সিন বাজারে আনবেন বলে ৮০% গ্যারান্টি দিয়েছেন পাবলিক মিডিয়াতে। এর আগে কোন ভ্যাক্সিন রিসার্চার এত গ্যারান্টি দিতে সাহস করেনি। তিনি পাবলিক জনমত গঠন করে সরকারী ফান্ড পেলেন। অনেকেই তাঁকে নিয়ে অতিরঞ্জিতভাবে প্রচার করেছেন। তিনি ইবোলার ভেক্সিন বানাতে সফলতা দেখিয়েছেন যেটা ঠিক নয়। তিনি ইবোলা ভেক্সিন টিমে ছিলেন, এর নেতৃত্বে ছিলেন না। সেই ভেক্সিন সফলও হয়নি। তিনি এখনো কোন ভেক্সিন বাজারজাত করতে সফল হননি। গবেষণা চলতে থাকুক, কিন্তু ভ্যাক্সিনের উপর ‘গডের’ মত বিশ্বাস স্থাপন করে বিপদ থেকে রক্ষা পাওয়ার চিন্তা-চেতনা, পলিসি ব্যাকফায়ার করতে পারে। করোনার ভেক্সিন হয়ত কোনদিন সফল নাও হতে পারে যা সম্প্রতি ব্রিটিশ প্রাইম মিনিস্টারও মন্তব্য করেছেন। ভেক্সিন আসতে আসতে করোনা হয়ত বিশ্ব থেকে হারিয়ে যাবে, নয়তো বা Influenza এর মত ভাগ্য বরণ করতে পারে। Dr.Mohammad Sorowar Hossain,Ph.D আপনার মতামত দিন : SHARES গবেষণা ও আবিষ্কার বিষয়: